মেঘালয়ে ৫৯ টি আসনের মধ্যে ১৭ টিতে এগিয়ে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি। তাছাড়া ইউনাইটেড ডেমোক্রাটিক পার্টিও এগিয়ে রয়েছে ৯ টি নির্বাচনী কেন্দ্রে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। যদিও ভোট গননা এখনও চলছে । দক্ষিণ তুরা নির্বাচনী কেন্দ্রের কনরাড সাংমা বিজেপির থেকে এগিয়ে রয়েছে ৪৪ ভোটে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৭ অবজার্ভার এই ৫০০ মাইক্রো অবজার্ভার রাখা হয়েছে। তবে নির্বাচনের ফলাফলের আগেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছেন এনপিপি প্রধান কনরাড সাংমা। মঙ্গলবারই তিনি বিজেপির সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন আগেই।
৩৪১৯ টি পোলিং স্টেশনে চলছে গননা। মেঘালয়ের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৬ টি রয়েছে খাসিতে, জয়ন্তিয়া হিলসের অধীনে বাকি ২৪ টি রয়েছে গারো হিলস এলাকার অধীনে।
Meghalaya Assembly elections: CM Conrad Sangma's National People's Party leading in 17 of total 59 seats
Read @ANI Story | https://t.co/mkeMPyds6r#ConradSangma #NationalPeoplesParty #Elections2023 #AssemblyElection2023 #Meghalaya #NPP pic.twitter.com/Mc8bCFxUma
— ANI Digital (@ani_digital) March 2, 2023