পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM) তথা তৃণমূল কংগ্রেসের (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন আজ। ১৯৫৫ সালের ৫ জানুয়ারি দক্ষিণ কলকাতায় মমতার জন্ম। বৃহস্পতিবার তাঁর ৬৮ তম জন্মদিন।সদ্য ফেলে আসা বছরে মমতার রাজনৈতিক কেরিয়ার সাফল্যের শীর্ষ স্পর্শ করেছে৷ বহুচর্চিত ২০২১ সালের বাংলার বিধানসভা (West Bengal Assembly Election) নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ধাক্কা সামলে মমতা কেবল ঘুরে দাঁড়াননি, নিজেকে দেশের বিরোধী রাজনীতির পুরোভাগে নিয়ে আসতে পেরেছেন। একেবারে তৃণমূল স্তর থেকে আজীবন সংগ্রাম করে উঠে এসে আজ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন মমতার নামের পাশে ‘জননেত্রী’, ‘অগ্নিকন্যা’ বিশেষণগুলি বসেছে যোগ্য কারণেই। আজ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন বেশ কয়েকটি তথ্য এই প্রতিবেদনে জানানো হল, যেগুলি অনেকেই হয়তো জানেন না৷

১. ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ইসলামিক হিস্ট্রিতে রয়েছে মাস্টার ডিগ্রি৷

২. তৈলাক্ত খাবার বা ভাজাভুজি খেতে বিশেষ পছন্দ করেন না মমতা৷ ‘দিদি’ খেতে পছন্দ করেন মুড়ি, চা ও চকোলেট৷ ঘনিষ্ঠ মহলে হালকা মেজাজে আড্ডা দিতে বসলে মুড়ির সঙ্গে আলুর চপ খেতে ভালবাসেন মমতা৷

৩. প্রতিদিন ট্রেডমিলে অন্তত ৫-৬ কিলোমিটার হাঁটেন মমতা৷ অধিবেশন চলাকালীন বিধানসভার লম্বা করিডর ধরে সহকর্মী, সাংবাদিকদের সঙ্গে হাঁটেন মমতা৷ গল্প করতে করতে একসঙ্গে ১০ কিলোমিটারও হেঁটে ফেলেন মমতা৷

৪. জাতীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পোশাকও চর্চার বিষয়। মমতা ছাড়া ভারতের কোনও রাজনীতিবিদের পোশাক ওরকম নয়। সরু পাড়ের সুতির শাড়ি ও পায়ে সাদা হাওয়াই চটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ধনেখালির তাঁত। ওই শাড়ি ছাড়া তিনি অন্য কোনও শাড়ি কোনও দিনও পরেন না। সাদা তাঁতের শাড়ি পরতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, একরঙা পাড়ের৷ এই ধরনের শাড়ি তৈরির জন্য জনপ্রিয় হুগলির ধনেখালি৷

৫.প্রকৃতিকে বড় ভালোবাসেন মমতা। তাই বার বার চলে যান হিমালয়ে কিংবা জঙ্গলমহলে। ব্যস্ততা থেকেও সময় বার করে পাহাড়ে বা জঙ্গলে কাটিয়ে আসেন দিন কয়েক। নিজের ট্যাবে প্রকৃতির ছবিও তোলেন দেদার।