মিমি কি পারবেন রাজনীতির ময়দানেও হিট শো দিতে। ((Photo Credit:Instagram)

বারুইপুর পূর্ব (সংরক্ষিত), বারুইপুর পশ্চিম (Baruipur Paschim), সোনারপুর দক্ষিণ, ভাঙর, যাদবপুর, সোনারপুর উত্তর (Sonarpur Uttar) , টালিগঞ্জ (Tollygunge)-এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে যাদবপুর লোকসভা (Jadavpur Lok Sabha) কেন্দ্রটি গঠিত। সোমনাথ চ্যাটার্জি (Somnath Chatterjee) এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ১৯৮৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েই চমক দিয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন। এখান থেকে সাংসদ হয়েছেন কৃষ্ণা বসু (Krishna Basu), কবীর সুমন (Kabir Suman)-র মত নামী ব্যক্তিরা। এবার এখানে তৃণমূলের বাজি টলিউড সুন্দরী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সাংসদ সুগত বসু (Sugata Basu)-র পরিবর্তে মিমি এখানে তৃণমল প্রার্থী। বোলপুর থেকে তৃণমূলের টিকিটে গতবার সাংসদ হওয়া অনুপম হাজরা (Anupam Hazra) এখানে বিজেপি প্রার্থী হয়ে লড়াই জমেছেন। বামেদের প্রার্থী এখানে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

মিমি চক্রবর্তী (তৃণমূল)

বিকাশ রঞ্জন ভট্টাচার্য (সিপিএম)

অনুপম হাজরা (বিজেপি)

অনুরাধা দেব পুততুন্ড (পিডিএস)

২০১৪ লোকসভার ফলাফল

সুগত বসু (তৃণমূল)

সুজন চক্রবর্তী (সিপিএম)

স্বরূপ প্রসাদ ঘোষ (বিজেপি)

সমীর আইচ (কংগ্রেস)

কে এগিয়ে

প্রচারে ঝড় তুলে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী।