নাগপুর: সীমান্ত সমস্যার সমাধান (Solution on Border) না হলে দু-দে্শের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না। চিনের (China) বিদেশমন্ত্রীকে একথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলে জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর (Indian EAM S Jaishankar)। আরও পড়ুন: Ajmer Sharif Dargah: আজমের শরিফ দরগায় পৌঁছল প্রধানমন্ত্রী মোদির দেওয়া পবিত্র চাদর, ভিডিয়ো
শনিবার মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) টাউন হলে মন্থন নামে একটি অনুষ্ঠানে জয়শঙ্কর আরও জানান, ২০২০ সালে চুক্তি লঙ্ঘন করে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) সেনা পাঠিয়েছিল চিন। ভারতও নিজের প্রতিরক্ষায় ব্যবস্থা নিয়েছিল।
চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে হওয়া আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "আমি চিনের বিদেশমন্ত্রীকে বলেছি, যতক্ষণ পর্যন্ত না সীমান্তে আপনি কোনও সমাধান খুঁজে পাচ্ছেন, যদি সেনারা একে-অপরের মুখোমুখি এভাবেই থাকে আর উত্তেজনা বজায় থাকে তাহলে আপনি বাকি সম্পর্কও স্বাভাবিক (normal relations) থাকবে এটা আশা করতে পারেন না। এটা অসম্ভব। এটা কখনই মেনে নেওয়া যায় না যে আপনি এখানে আমার সঙ্গে লড়াই করছেন আবার ব্যবসাও করতে চাইছেন। আপনি সেটা করতে পারবেন না।"আরও পড়ুন: Mallikarjun Kharge: খাড়গেতে খুশি তৃণমূল, বৈঠকে না থাকলেও সিদ্ধান্তে সিলমোহর দিদির দলের