ইসলামাবাদ: ইমরান খান (Imran Khan) হল পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী (liar)। তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরানই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। মঙ্গলবার ব্রিটেনের (UK) একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে প্রতারক হিসেবে উল্লেখ করে প্রবল আক্রমণ করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে ইমরান খানের জন্য প্রচুর ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন। পাকিস্তানের অর্থনীতি (Economy) তাঁর জন্যই ধ্বংস হয়েছে।
সম্প্রতি ইমরান খানের একটি অডিও বার্তা প্রকাশ্যে আসার বিষয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে তুলোধনা করেন। এ প্রসঙ্গে বলেন, ইমরান খান হল বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী মুখ। ইমরান খানের লিক হওয়া অডিও-টিতে অভিযোগ করা হয়েছে যে আমেরিকার শাসকরা ইমরান খানের সরকারকে পাকিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেশে অচলাবস্থার সৃষ্টি করতে চেয়েছিল। এই কারণেই পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক ডোনাল্ড লু-এর সঙ্গে বৈঠকও করেন। তার ফলশ্রুতিতে গত এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান।
এই অভিযোগকে নস্যাৎ করে শাহবাজ শরিফ বলেন, এই ধরনের মন্তব্য করে পুরো পৃথিবীর কাছে পাকিস্তানের মাথা হেঁট করেছেন ইমরান খান। নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এই কাজ করেছেন তিনি। আসলে পিটিআই (PTI) চেয়ারম্যান নিজের ব্যক্তিগত অ্যাজেন্ডা অনুযায়ী দেশ পরিচালনা করছিলেন। তাই তাঁকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে অনভিজ্ঞ, আত্মকেন্দ্রিক, অহংকারী ও অপরিণত রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করা যেতে পারে।
এই বছরের শুরুতে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান বিপজ্জনকভাবে পাকিস্তানের ভোটারদের মনে বিষ প্রবেশ ঢুকিয়েছেন বলেও অভিযোগ করেন শাহবাজ। গত ৯ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। তাঁকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তাঁর। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়।