বেঙ্গালুরু, ২১ জানুয়ারি: ফের মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক পরামর্শদাতা এমপি রেণুকাচার্য (MP Renukacharya)। তিনি বলেন, “মসজিদে নামাজের বদলে অস্ত্র সংগ্রহের মুসলমানরা। এমন কিছু দেশদ্রোহী আছেন যারা মসজিদে বসে ফতোয়া লেখেন। তারা নামাজের পরিবর্তে মসজিদের ভিতরে অস্ত্র সংগ্রহ করেন। এই কারণেই আপনি কি মসজিদ চান? আমি তাই মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের উন্নয়নে ব্যবহার করতে দ্বিধা করি না। আমরা কেন্দ্রে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের প্রয়োজনে খরচ করব। মুসলিমদের তাদের জায়গাতেই রেখে দেব এবং দেখাবো রাজনীতি কি জিনিস।” মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য ফের সমালোচনার মুখে পড়লেন এমপি রেণুকাচার্য।
তবে এই প্রথম নয়, এর আগেও কর্ণাটকের সংখ্যালঘুদের উদ্দেশ্য বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন বিজেপি সাংসদ রেণুকাচার্য। এর আগে আরএক বিজেপি সাংসদ সোমাশেখর রেড্ডি সিএএ-র সমর্থনে এক সমাবেশে মুসিলমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সিএএ-র বিরোধিতা করার জন্য যদি হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে পথে নামে তাহলে তাদের হাল কী হবে। সেই মন্তব্যের জেরে এখনও শোরগোল চলছে গোটা কর্ণাটকে। তারমধ্যেই ফের বিতর্কে জড়ালেন রেণুকাচার্য। সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে মিছিল করার সময় তিনি বলেন, “মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেব।” আরও পড়ুন-Rajinikanth: পেরিয়ারের সমাবেশে রাম-সীতার নগ্ন ছবি সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইব না, জানালেন রজনীকান্ত
Renukacharya, a MLA from Karnataka abusing Muslims at a pro CAA rally. Threatens to transfer all funds meant for Muslims to Hindus so "our people can prosper". Accuses the community of gathering weapons at mosques and not praying. pic.twitter.com/eLKlkcVxAC
— اسماعيل Ismail ಇಸ್ಮಾಯಿಲ್ (@shaikhismail82) January 21, 2020
সোমাশেখর বলেছিলেন, “আপনি যদি নাটক করেন তাহলে ১০০ শতাংশ লোক বুবে আপনার পরিস্থিতিটা ঠিক কি। কংগ্রেস মিথ্যে কথা বলে মুসলিমদের রাস্তায় নামিয়ে এনেছে। তাদের বিশ্বাস করে পথে নামলে বিপদ কিন্তু মুসলিমদেরই। কেননা আমরা ৮০ শতাংশ আর মুসলিমরা ১৭ শতাংশ। আমরা যদি এই আন্দোলনের বিরোধিতা করি তাহলে মুসলিমদের কী অবস্থা হবে, ভাবতে হবে। সংখ্যালঘুদের রাস্তায় ফেলে পেটানো হবে।” বল্লারিতে এমনই হুমকি দিয়েছিলেন সোমাশেখর রেড্ডি। এবার তাঁর থেকে এককাঠি উপরে গিয়ে বললেন রেণুকাচার্য, তিনি মুসলিমদের তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে রাজনীতি করবেন।