Lok Sabha Elections 2019: ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব না ভারতী ঘোষ
ভোটের ময়দানে দেব কি আবার হিট শো দিতে পারবেন? (File Photo)

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা (Ghatal Lok Sabha) কেন্দ্রে একটা সময় সিপিআইয়ের ঘাঁটি ছিল। গীতা মুখার্জি (Geeta Mukherjee), গুরুদাস দাশগুপ্ত (Guru Das Dasgupta)-র মত শীর্ষস্তরের সিপিআই নেতা এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন। ১৯৮০-১৯৯৯ সাল পর্যন্ত মোট ৭বার এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন সিপিআই নেত্রী গীতা মুখার্জি। তৃণমূলের জন্মের পর এই কেন্দ্রে ২০০০ লোকসভা উপনির্বাচনে এখানে ঐতিহাসিক জয়ে পেয়েছিলেন মমতা ব্যানার্জির প্রার্থী বিক্রম সরকার। তবে ২০০৪ লোকসভা ফের সিপিআই এই আসন পুনঃরুদ্ধার করেছিল।

২০০৯-এ সারা রাজ্যে ঘাসফুলের দাপটের মাঝেও সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত এখানে প্রায় দেড় লক্ষ ভোটে জিতেছিলেন। তবে এরপরই দেবের আগমন। ঘাটালের ঘরের তারকা ছেলে নায়ক দেব (Deepak Adhikari)-কে প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। দেব এখান থেকে গতবার আড়াই লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতে সাংসদ হয়েছিলেন। এবারও দেব এখানে প্রার্থী বলে গোটা রাজ্যের নজর আছে। তবে তার চেয়েও বেশি আকর্ষণ দেবের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষের লড়়াইটা।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

দেব (তৃণমূল)

ভারতী ঘোষ (বিজেপি)

তপন গাঙ্গুলি (সিপিআই)

খন্দকার মহম্মদ (কংগ্রেস)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

দেব (তৃণমূল)- ৬,৮৫,৬৯৬টি ভোট

সন্তোষ রানা (সিপিআই)- ৪,২৪,৮০৫টি ভোট

মানস ভুঁইয়া (কংগ্রেস)- ১,২২,৯২৮টি ভোট

মহম্মদ আলম (বিজেপি)- ৯৪,৮৪২টি ভোট

ফলাফল- দেব (তৃণমূল) জয়ী ২,৬০,৮৯১ ভোটের ব্যবধানে

কে এগিয়ে

দেব (তৃণমূল) এগিয়ে। তবে ভারতী ঘোষ (বিজেপি) প্রচারে ঝড় তুলছেন।