দুর্গাপুরে মোদী এলেও সেই সভায় অনুপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালেই পাড়ি দিলেন দিল্লি। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। গত কয়েকদিন ধরে চর্চায় প্রশ্ন উঠছিল প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। তবে তিনি বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। কিন্তু বৃহস্পতিবার রাতে শোনা যায়, তিনি যাচ্ছেন না। তারপরই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দিলীপবাবু। লেখেন, “আমরা থাকব, আপনি আসুন।” তাতেই নতুন করে জল্পনা শুরু হয়। শুক্রবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটা। বললেন, “কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।”
নাড্ডার বাড়িতে প্রবেশ দিলীপ ঘোষের
Delhi: BJP leader Dilip Ghosh arrives at the residence of BJP National President JP Nadda to meet him pic.twitter.com/uTXLBiRhTK
— IANS (@ians_india) July 18, 2025
দিল্লি গেলেও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দেখা পেলেন না বিজেপি নেতা দিলীপবাবু। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দিলীপবাবু। বললেন, “যা বলার সময় মতো বলবেন।” তবে শোনা যাচ্ছে, বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে দেখা হতে পারে দিলীপবাবুর।
জে পি নাড্ডার বাড়ি গিয়েও দেখা না করে ফিরতে হল দিলীপের#dilipghosh #bjpnews #jpnadda #suvenduadhikari #ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ pic.twitter.com/gy0oCHXA2q
— ABP Ananda (@abpanandatv) July 18, 2025
গত কয়েকদিন ধরে চর্চায় ছিল এই একটাই বিষয়। কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি।বস্তুত আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের গুরুদায়িত্ব দিলীপবাবুকে দেওয়া নিয়ে অভ্যন্তরীণ ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে খবর। শুক্রবার সকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি রওনা হন বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল, নাড্ডার তলবেই নাকি দিল্লি পাড়ি।