Jharkhand Assembly Election (Photo Credit: File Photo)

দিল্লি বিধানসভায় ৭০ আসনে নির্বাচন হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গতকাল (১৭ জানুয়ারি) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ সেই সমস্ত মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এবার দিল্লিতে ভোট দেবেন ১.৫ কোটি ভোটদাতা। এর মধ্যে ৮৩ লাখ পুরুষ ও ৭০ লাখ মহিলা ভোটার।

২০১৫ ও ২০২০ সাল জয়ের পর ২০২৫ সালেও হ্যটট্রিকের জন্য ঝাঁপাবে । ২০১৫ এবং ২০২০ সালের বিধানসভা ভোটে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল আপ। ২০১৫ সালে ৬৭টি আসন এবং ২০২০ সালে ৬২টি আসন জেতে তারা। গত বারের ভোটে বিজেপি মাত্র আটটি আসন জিততে পেরেছিল। তবে প্রায় ৩৮.৫ শতাংশ ভোট পেয়েছিল তারা। এই অবস্থায় ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের পূর্ণশক্তি ব্যবহার করে রাজধানী দখল করা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তবে যে কংগ্রেসে ১৫ বছর দিল্লি শাসন করেছে তাদেরও এবার জোর লড়াই।

কংগ্রেস এবং আপ উভয়েই ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। অন্যদিকে  ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি রয়েছে বুরারি এবং দেওলি বিধানসভা কেন্দ্র। বিজেপি সূত্রে খবর, ওই দু’টি আসন শরিকদের জন্য ছেড়ে রাখা হচ্ছে।