বেঙ্গালুরু: কর্নাটকের বিজেপি (BJP in Karnataka) গোটা দেশের দুর্নীতির প্রতীক (symbol of corruption)। রবিবার সন্ধ্যায় কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুর (Bengaluru) জনসভা থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করে এই মন্তব্যই করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী যা খুশি বলুন বা করুন কর্নাটকের বিজেপি গোটা দেশের কাছে দুর্নীতির প্রতীক হিসেবে পরিচিত হয়েছে। সমস্ত কিছুতেই এখানে ৪০ শতাংশ কমিশন দিতে হয়। প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে অভিযোগ করা হলেও তিনি কোনও ব্যবস্থাই নেননি। তবে এবার কর্নাটকের মানুষ ৪০ শতাংশের এই সরকারকে উচিত শিক্ষা দেবেন।"
ভিডিয়োতে শুনুন রাহুল গান্ধীর বক্তব্য:
#KarnatakaElections2023 | "BJP in Karnataka is a symbol of corruption in the whole country no matter what PM says or does...people of Karnataka are keen to teach a lesson to the 40% Sarkar": Congress leader Rahul Gandhi pic.twitter.com/fvKicKT4No
— ANI (@ANI) April 16, 2023
কর্নাটকে হতে চলা আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে রাহুল বলেন, "এটা জেনে আমি কিছুটা খুশি হয়েছি যে এবার এই রাজ্যে কংগ্রেস পার্টির পক্ষে চাপা জনসমর্থন (strong undercurrent ) রয়েছে। আমি বিশ্বাস করি যে কংগ্রেস এবার এই রাজ্যে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে।"
#KarnatakaElections2023 | Bengaluru: "...quite happy to know that there's a strong undercurrent in favour of Congress party. I am confident that Congress party is going to win the elections": Congress leader Rahul Gandhi pic.twitter.com/cJingEV36Q
— ANI (@ANI) April 16, 2023
বেঙ্গালুরুতে ইন্দিরা গান্ধী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, "আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কীভাবে দেশে ঘৃণা (hatred) ও হিংসা (violence) ছড়িয়ে বিভিন্ন সংস্থার উপর হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করছে। সবাই এটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের দেশের প্রকৃতিই (nature) আজ আক্রমণের মুখে।"
मुझे लगता है कि हममें से ज्यादातर लोग इस बात से वाकिफ हैं कि नफरत, हिंसा, संस्थानों पर हमले के मामले में भाजपा देश के लिए क्या कर रही है। ये ऐसी चीजें हैं जो हर किसी को दिखाई देती हैं। हमारे देश की प्रकृति पर हमला हो रहा है: इंदिरा गांधी भवन' के उद्घाटन कार्यक्रम में कांग्रेस… pic.twitter.com/84po1ZbSyX
— ANI_HindiNews (@AHindinews) April 16, 2023