কানকের: জাতিগত জনগণনা (Caste-based census) নিয়ে কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে তীব্র আক্রমণ করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ বিরোধী নেতা-নেত্রীরা। শনিবার ছত্তিশগড়ের (Chhattisgarh) কানকেরে (Kanker) আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এবার অনগ্রসর শ্রেণির জনগণনা (OBC caste-based census) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)।
তিনি বলেন, "কেন আপনি অনগ্রসর শ্রেণির জাতিগত জনগণনা নিয়ে ভয় (afraid) পাচ্ছেন? কেন আপনি আপনার বক্তব্যগুলিতে (speeches) জাতিগত জনগণনা কোনও কথা (speak) বলেন না? আমরা সরকারে থাকাকালীন যে তথ্য (data) তৈরি করেছিলাম, কেন আপনি সেটা প্রকাশ করছেন না? কারণ আপনি জানেন আজকের ভারতে অনগ্রসর শ্রেণির মানুষের যতটা পাওয়ার কথা তা পাচ্ছে না। কারণ আপনি এই সত্যি (truth) কথাটা অনগ্রসর শ্রেণির যুব সম্প্রদায়ের থেকে লুকিয়ে (hide) রাখতে চাইছেন।" আরও পড়ুন: Shivraj Singh : 'কংগ্রেস মিথ্যের দোকান খুলে বসে আছে', প্রিয়াঙ্কার মধ্যপ্রদেশ যাত্রাকে কটাক্ষ শিবরাজ সিং চৌহানের
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kanker, Chhattisgarh: Congress leader Rahul Gandhi says, "Why are you (PM Modi) afraid of OBC caste-based census? Why don't you speak about caste-based census in your speeches? And the data which we prepared during our government, why don't you release it? Because you… pic.twitter.com/DnbVgVyEtH
— ANI (@ANI) October 28, 2023