সিমলা: হিমাচলপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh's New Chief Minister) হচ্ছেন সুখবিন্দার সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। কংগ্রেস হাইকমান্ডের (Congress high command) তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূ্ত্র মারফত। আরও পড়ুন: Himachal Pradesh: হিমাচলে আরও একটা আসন বাড়তে পারে কংগ্রেসের!
সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) পক্ষ থেকে জানা গেছে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দার সিং সুখুর নাম অনুমোদন পেয়েছে কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে। অন্যান্য নেতা-নেত্রীদের (other leaders) সঙ্গে আলোচনার (discussion) পর শনিবার সন্ধ্যাতেই তাঁর নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে সূত্র মারফত। আরও পড়ুন: Telangana kidnapping case: তৎপরতার ফল! অপহৃত যুবতীকে উদ্ধারের পাশাপাশি ৮ জনকে গ্রেফতার করল পুলিশ
Congress high command approves the name of Sukhwinder Singh Sukhu as CM of Himachal Pradesh. His name will be announced by this evening after discussing it with other leaders: Sources pic.twitter.com/9tdYCVGg5c
— ANI (@ANI) December 10, 2022
যদিও এপ্রসঙ্গে কংগ্রেস নেতা সুখবিন্দার সিং সুখু বলেন, "আমি এখনও হাইকমান্ডের সিদ্ধান্ত (decision) সম্পর্কে কিছুই জানি না। এখন আমি পাঁচটা থেকে শুরু হতে চলা কংগ্রেস পরিষদীয় দলের (Congress Legislature Party) বৈঠকে (meeting) যোগ দিতে যাচ্ছি।"
Himachal Pradesh | I am not yet aware of the decision of the High Command. I am going to the Congress Legislature Party (CLP) meeting which will happen at 5 pm: Congress leader Sukhwinder Singh Sukhu pic.twitter.com/ZYC3reOGZ1
— ANI (@ANI) December 10, 2022