হায়দরাবাদ: পুলিশি তৎপরতার ফলে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার (rescued) হল তেলেঙ্গানার রঙ্গা রেড্ডির (Ranga Reddy) রাচকোন্ডা পুলিশ কমিশনারেটের (Rachakonda police commissionerate) আদিবাটলা (Adibatla) এলাকা থেকে অপহৃত (kidnapped) যুবতী (lady)। এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতারও (arrest) করেছে পুলিশ।
এপ্রসঙ্গে রাচকোন্ডা পুলিশ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) সুধীর বাবু (Sudheer Babu) বলেন, "ওই যুবতীকে উদ্ধার করার পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় আটজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এটা খুবই গুরুতর একটি অপরাধ (serious offence)। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্তও (investigation)।" আরও পড়ুন: Mandous Effect In Andhra Pradesh: প্রবল বৃষ্টির জেরে নদীতে জল বেড়ে ভাসছে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার রঙ্গা রেড্ডির আদিবাটলা এলাকার একটি বাড়িতে ভাঙচুর চালিয়ে ২৪ বছরের এক যুবতী বৈশালিকে অপহরণ করে বেশ কিছু দুষ্কৃতী। ওই যুবতীর বাড়ির লোকের অভিযোগ ছিল, প্রায় ১০০ জন মতো যুবক (youth) এসে তাঁদের মারধর (beaten) করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর (vandalised) চালিয়ে বৈশালিকে জোর করে তুলে নিয়ে যায়। বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনার ভিডিয়ো (video) ইতিমধ্যে ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আরও পড়ুন: MCD Mayor Elections: উপহারের বিনিময়ে AAP-কে মেয়র নির্বাচনে সমর্থনের প্রস্তাব! অভিযোগ বিজেপি কাউন্সিলারের
Adibatla kidnapping case | Police have registered a case u/s 147, 148, 307, 324, 363, 427, 506, 452, 380 r/w 149 IPC against the named accused Kodudula Naveen Reddy, Ruben and 50 others. #Telangana https://t.co/7JXkoaaeu2
— ANI (@ANI) December 10, 2022