নয়াদিল্লি: দিল্লি পুরসভার (MCD) মেয়র নির্বাচন (Mayor elections) নিয়ে নতুন করে বিতর্ক (Controversy) তৈরি হল। উপহারের বিনিময়ে তাঁকে মেয়র নির্বাচনের সময় আম আদমি পার্টি (Aam Adami Party)-কে সমর্থনের (support) প্রস্তাব (offers) দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির এক মহিলা কাউন্সিলার (Lady BJP councillor)।
শনিবার সাংবাদিক বৈঠক করে সদ্য নির্বাচিত দিল্লির এক বিজেপি কাউন্সিলার ডা: মনিকা পন্থ (Dr Monika Pant) অভিযোগ (alleges) করেন, শিখা গর্গ (Shikha Garg) নামে জনৈক এক মহিলা তাঁকে মেয়র নির্বাচনের সময় অরবিন্দ কেজরিওয়ালের দল আপ (AAP)-কে সমর্থন করতে অনুরোধ করেছেন। এর বিনিময়ে ওই বিজেপি কাউন্সিলারকে লোভনীয় উপহার দেওয়ার প্রস্তাব (lucrative offers) দিয়েছেন।
এপ্রসঙ্গে দিল্লির বিজেপি নেতা (BJP leader) হরিশ খুরানা (Harish Khurana) ওই মহিলা কাউন্সিলারের পাশে বসে বলেন, "আমরা বিকেল চারটের সময় এসিবি (ACB)-র কাছে এই বিষয়ে একটি অভিযোগ (complaint) দায়ের (file) করতে যাচ্ছি।"
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি পুরসভা নির্বাচনে আম আদমি পার্টি বিশাল জয়ের পরেও বিজেপির তরফে মেয়র নির্বাচন আলাদা বিষয় বলে বিতর্ক উসকে দেওয়া হয়েছিল। যদিও পরে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপির নেতারা বলতে শুরু করেন, আম আদমি পার্টিই ঠিক করবে দিল্লির মেয়রকে হবেন। এবার বিজেপির মহিলা কাউন্সিলারের এই অভিযোগের পর নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
Delhi | BJP councillor Dr Monika Pant alleges that she was approached by a woman, Shikha Garg, who made lucrative offers to her in exchange for support to AAP during Mayor elections.
Party leader Harish Khurana says, "We are going to the ACB at 4 pm to file a complaint." pic.twitter.com/OjoPPPxmif
— ANI (@ANI) December 10, 2022