BJP-CONG Workers Clash ( Photo Credit: X@ANI)

বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রায়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর ও অপমানজনক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে শুক্রবার পাটনায় কংগ্রেসের দলীয় দফতরের সামনে প্রতিবাদে বসেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিরোধীরা। তার জেরে দুই দলের কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি বেধে যায়। পতাকার লাঠি নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে।

#WATCH | Patna, Bihar: BJP and Congress workers clash as the former staged a protest against the latter in front of the Congress office. pic.twitter.com/GDUxM0JgyB

উল্লেখ্য, ‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী এবং তাঁর মা কে জড়িয়ে অপমানজনক ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান।