কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (WB panchayat elections 2023) সংক্রান্ত একটি মামলায় (case) পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিনহার (West Bengal State Election Commissioner Rajiv Sinha) বিরুদ্ধে আদালত অবমাননার (contempt of court rule) অভিযোগে নোটিস (notice) জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই নোটিস জারি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত সংক্রান্ত একটি মামলা খতিয়ে দেখতে গিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Chief Justice T.S. Sivagnanam) ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের (Justice Hiranmay Bhttacharya) ডিভিশন বেঞ্চ (division bench) পর্যবেক্ষণ করে (Observing) যে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আদালত অবমাননার (contempt of court) জন্য দায়ী করা যেতে পারে। এরপরই আগামী ২৪ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারকে স্বশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। যার খবর বাইরে ছড়িয়ে পড়তেই উল্লাস দেখা গেছে বিরোধীদের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। আর ফলাফল প্রকাশ পায় ১১ জুলাই। তারপর থেকেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলা। যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মুখ পুড়েছে রাজ্য প্রশাসনের। বিডিও থেকে এসডিও-কে ভর্ৎসনা করেছে আদালত। তবে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আরও পড়ুন: Jorabagan Fire: পুজোর মুখে জোড়াবাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক বাড়ি
#CalcuttaHighCourt issued a contempt of court rule (notice) against #WestBengal State Election Commissioner (SEC) #Rajiv Sinha in a case related to panchayat elections held in July.
Observing that SEC can be held responsible for contempt of court, a division bench of chief… pic.twitter.com/6sIdZWthNl
— IANS (@ians_india) October 13, 2023