হাভেরি: ২০১৪ সালে বিজেপি (BJP) দেশের ক্ষমতায় আসার পরই থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই (Netaji Subhash Chandra Bose) ভারতের প্রথম প্রধানমন্ত্রী (first Prime Minister) হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। বারবার এই নিয়ে নিজের মনোভাবের কথা জনসমক্ষে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার কর্নাটকের (Karnataka) হাভেরিতে (Haveri) জনসভা (public event) করতে গিয়ে সেই দাবির স্বপক্ষেই মুখ খুললেন স্থানীয় বিজেপি বিধায়ক বাসানাগৌড় পাটিল ইয়াতনাল (BJP MLA Basanagoud Patil Yathnal)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে বিজেপি বিধায়ক বলেন, "ব্রিটিশরা ভারত ছেড়েছিল (British left India) কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মনে ভীতির (fear) সঞ্চার করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু হল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী (first Prime Minister of independent India)। কারণ তাঁর আজাদ হিন্দু বাহিনী সেই সময় ভারতের ৪-৫টি অংশ স্বাধীন করে সেখানে ভারত সরকারের কাজকর্ম শুরু করেছিল। সেখানে যেমন তাদের নিজস্ব টাকা (own currency) ছিল তেমনি ছিল পতাকা (flag) ও জাতীয় সঙ্গীত (national anthem)। আর এই কারণেই প্রধানমন্ত্রী মোদি বলেছেন, নেহরু (Nehru) নয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী (first Prime Minister ) হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।" আরও পড়ুন: Kapil Sibal Attack PM Modi: মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদিকে কটাক্ষ, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল
"The British left India because Netaji Subhash Chandra Bose instilled fear in them....Netaji Subhash Chandra Bose was the first Prime Minister of independent India when independence was declared in 4-5 parts of the country. They had their own currency, flag and national anthem.… pic.twitter.com/ptIOYT89mQ
— ANI (@ANI) September 28, 2023