নয়াদিল্লি: সদ্য সমাপ্ত হওয়ার সংসদের বিশেষ অধিবেশনে প্রায় বিনা বিরোধিতাতে পাশ হয়ে হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill 2023)। লোকসভায় দীর্ঘ প্রতিক্ষিত এই বিলের বিপক্ষে ২ জন ভোট দিলেও রাজ্যসভায় কোনও বিরোধিতাই আসেনি। মহিলা সংরক্ষণ বিল পাশের পরেই দেশব্যাপী মহিলারা যেমন একে স্বাগত জানিয়েছেন তেমনি রাজনৈতিক দলগুলির মধ্যে এই বিল পাশের জন্য কৃতিত্ব কার তা টানাপোড়েন চলছে। বিজেপি (BJP) তথা এনডিএ (NDA)-এর শরিকদলগুলি বিল পাশ করাতে পারার জন্য একদিকে যেমন নিজেদের পিঠ নিজেরাই চাবড়াচ্ছে তেমনি কৃতিত্বের ভাগ চাইছে কংগ্রেস (Congress)-সহ বাকি বিরোধীরাও। বৃহস্পতিবার যেমন এই বিষয়ে মুখ খুলে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) কটাক্ষ করলেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Rajya Sabha MP Kapil Sibal)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "২০১৪ সালে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলটা পাশ (pass) করাননি? তাঁর এত দেরি কেন হল এই বিল পাশ করাতে? ২০১০ সালে ওরা যদি আমাদের সমর্থন (support) করত তখন এই বিলটি পাশ হয়ে যেত। ওদের নির্বাচনী ইস্তেহারে (manifesto) বলা হয়েছিল যে ওরা ক্ষমতা এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করাবে। তাহলে ওদের প্রথমে উচিত ছিল ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই লোকসভার (Parliament) প্রথম অধিবেশনে বিলটি প্রস্তাব আকারে উত্থাপন করা। কিন্তু, তা না করে এখন ২০২৪ সালের নির্বাচনে ফায়দা তোলার জন্য বিলটি পাশ করাল ওরা। আমরা খুব ভালো করে জানি যে বিলটি পাশ করানোর বিষয়টি যতটা না মহিলাদের জন্য তার থেকে অনেক বেশি রাজনৈতিক (politics) কারণে। পুনর্বিন্যাস ও জনগণনার পর এই বিলটি কার্যকরী হতে হতে ২০২৯ সাল হয়েছে যাবে। আর তাই এখন ২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করছেন উনি।" আরও পড়ুন: MS Swaminathan Passes Away: নক্ষত্রপতন! প্রয়াত সবুজ বিপ্লবের জনক কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন
দেখুন ভিডিয়ো:
#WATCH | On the Women's Reservation Bill, Rajya Sabha MP Kapil Sibal says, "...Why did the Prime Minister not pass the Bill in 2014? He could have passed it... We would have passed it much earlier if they had supported it in 2010... Their manifesto said that they would pass the… pic.twitter.com/u1ieDQuRkh
— ANI (@ANI) September 28, 2023