নয়াদিল্লি: ভারতের সবুজ বিপ্লবের জনক কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন বৃহস্পতিবার মারা গেলেন। স্বামীনাথনের হাত ধরে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব আসে। স্বামীনাথন ভারতে সবুজ বিপ্লবের (India's Green Revolution) জনক হিসেবে পরিচিত। ৯৮ বছর বয়সে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে আজ সকাল ১১.২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বামীনাথন ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত 'ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ'-এর চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। কৃষি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণে ভূষিত করে। এটি ছাড়াও স্বামীনাথন আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন, পদ্মশ্রী (১৯৬৭), পদ্মভূষণ (১৯৭২), পদ্মবিভূষণ (১৯৮৯), ম্যাগসেসে পুরস্কার (১৯৭১) এবং বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৮৭)।
দেখুন
Father of India's Green Revolution, MS Swaminathan passes away in Chennai, Tamil Nadu.
(Pic: MS Swaminathan Research Foundation) pic.twitter.com/KS4KIFtaP2
— ANI (@ANI) September 28, 2023
স্বামীনাথনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বামীনাথনজির মৃত্যুতে শোকাহত। দেশের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কৃষিক্ষেত্রে তাঁর অভূতপূর্ব কাজ কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।’
দেখুন
Deeply saddened by the demise of Dr. MS Swaminathan Ji. At a very critical period in our nation’s history, his groundbreaking work in agriculture transformed the lives of millions and ensured food security for our nation. pic.twitter.com/BjLxHtAjC4
— Narendra Modi (@narendramodi) September 28, 2023