পাটনা: বিহারের (Bihar) বিভিন্ন জায়গায় শিক্ষকদের নিযুক্ত করার বিষয়ে দুর্নীতি হয়েছে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার পাটনায় বিক্ষোভ মিছিল বের করে বিজেপি (BJP protest in Patna)। এই মিছিল যখন বিধানসভার দিকে যাচ্ছিল তখন তার গতিরোধ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। কিন্তু, বিজেপি নেতা-কর্মীরা তাদের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে গেলে তৈরি হয় গণ্ডগোল।
ওই মিছিল আটকাতে জল কামান ব্যবহার করার পাশাপাশি টিয়ার গ্যাসের সেল ছোঁড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক লাঠিচার্জও করে পুলিশ। এর ফলে অনেকে জখম হওয়ার পাশাপাশি একজন বিজেপি নেতার মৃত্যু (Death) হয় বলে অভিযোগ। যদিও লাঠিচার্জের ফলে মৃত্যুর ঘটনার কথা স্বীকার করে বিহার পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব (Bihar Deputy CM & RJD leader Tejashwi Yadav)। এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি (BJP) ১০ লক্ষ চাকরির (Job) কথা বলছে। ওরা আগে বলুক দেশের কোনও রাজ্যে ৩ লক্ষের বেশি সরকারি চাকরির (government jobs) বিজ্ঞাপন প্রকাশ (published advertisements) করা হয়। আমরা আমাদের শাসনকালের (tenure) মধ্যে ১০ লক্ষ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি (promise) দিয়েছিলাম তা নিশ্চয় পূরণ করব (fulfil)। কিন্তু, ওরা আমাদের বলুক এরা যে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা কবে পূরণ হবে?" আরও পড়ুন: Delhi Flood Update: যমুনার জল বেড়ে বন্যা পরিস্থিতি দিল্লিতে, জলস্তর ছাপিয়ে গিয়েছে ট্রাক এবং লরিকে
দেখুন ভিডিয়ো:
#WATCH | Patna: They (BJP) are asking for 10 lakh jobs. They should tell which state of the country has published advertisements for more than 3 lakh government jobs. We will fulfil our promise of 10 lakh jobs in our tenure but they should tell us about the 2 crore jobs which… pic.twitter.com/KQR5nXutLF
— ANI (@ANI) July 13, 2023