Photo Credits: ANI

পাটনা: বুধবার বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day) উপলক্ষে পাটনায় (Patna) আয়োজিত একটি শিবিরে রক্ত দান করলেন (donates blood) বিহারের উপমুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব (Bihar Deputy CM & RJD leader Tejashwi Yadav) । তার আগে হিন্দুস্তান আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) দলের প্রধান জিতেন রাম মাঝি (Hindustani Awam Morcha (Secular) chief Jitan Ram Manjhi) বিহারের নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে উন্নয়ন না করার যে অভিযোগ তুলেছেন তা নস্যাৎ করে দেন তিনি।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে তেজস্বী যাদব বলেন, "জিতেন রাম মাঝি আমার থেকে প্রবীণ (senior)। তিনি যা খুশি বলতে পারেন। আমরা তাঁকে শ্রদ্ধা (respect) করি, কিন্তু প্রত্যেকে জানেন এই রাজ্যের উন্নয়নের (development of the state) জন্য আমাদের সরকার (government) কতটা কাজ করেছে।"

দেখুন ভিডিয়ো:

এরপরই বিহারের উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, "এখনও পর্যন্ত আমার নাম চার্জশিটে (chargesheet) নেই। কিন্তু, সম্ভাবনা রয়েছে যে কেন্দ্রীয় সরকার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট (supplementary chargesheet) জমা করে সেখানে আমার নাম রাখতে পারে। আমি আগেই বলেছি যে ২০২৪ সালের আগে প্রচুর তল্লাশি (raids) চালানো হবে, তবে এই তল্লাশিগুলো কোনও তফাত (difference) সৃষ্টি করতে পারবে না।" আরও পড়়ুন: Aurangabad: বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩০, ভর্তি করা হল হাসপাতালে