বাঙ্কা: দক্ষিণ ভারত (South India) তথা দেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে হিন্দি ভাষাকে (Hindi language) জোর করে দেশের মাতৃভাষা বানানোর চেষ্টা বিজেপি (BJP) করছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তো প্রায়শই এই বিষয়ে মুখ খোলেন। কয়েকদিন আগে ভারতীয় রেলওয়ের খাবার তালিকায় থাকা দই না দহি নিয়ে অনেক বিতর্ক হয়। তবে এবার হিন্দির স্বপক্ষে মুখ খুলতে, জোরালো সওয়াল করতে শোনা গেলে স্ট্যালিনদের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের (I.N.D.I.A) অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)।
বুধবার বাঙ্কা (Banka) এলাকায় একটি ডিজিটাল লাইব্রেরির (digital library) উদ্বোধন (inaugurated) করে গেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) নেতা নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। সেখানে গিয়ে তিনি দেখেন ডিজিটাল লাইব্রেরির বোর্ড ইংরাজিতে লেখা রয়েছে (found written in English)। বিষয়টি চোখে পড়তেই সঙ্গে থাকা আধিকারিকদের (officials) অবিলম্বে বোর্ডটি পাল্টে (change) হিন্দি ভাষা লেখা বোর্ড লাগাতে নির্দেশ দেন নীতীশ কুমার।
রীতিমতো ভৎর্সনা করে আধিকারিকদের বলেন, "আপনারা হিন্দি ভাষার গুরুত্ব (ending the importance) শেষ করে দিচ্ছেন। এটা আমাদের ভাষা (our language)। অবিলম্বে বোর্ডটা পাল্টে দিন।" আরও পড়ুন: Air India flight Emergency Landing: উড়ন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি, কান্নুরে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের