কান্নুর: উড়ন্ত অবস্থায় আচমকা যান্ত্রিক ত্রুটি (technical snag) দেখা গেছিল। এর জেরে কেরলের (Kerala) কোঝিকোড়ের (Kozhikode) বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরে কান্নুর বিমানবন্দরে (Kannur airport) জরুরি অবতরণ (emergency landing) করতে বাধ্য হল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান (Dubai-bound Air India Express flight)। আরও পড়ুন: Manipur Violence: 'যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মণিপুর', কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ খাড়গের
বিমান সংস্থা সূত্রে জানা গেছে, কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দর (Kozhikode's Karipur airport) থেকে সকাল ৯.৫০ মিনিটে দুবাইয়ের (Dubai) উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান। আকাশে ওড়ার ১৫ মিনিটের মধ্যেই পাইলটরা বুঝতে পারেন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ১১ নাগাদ বিমানটিকে কান্নুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়ে। আরও পড়ুন: Mohali Fire: মোহালির রাসায়নিক কারখানায় আগুন লেগে জখম কমপক্ষে ৫ শ্রমিক, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
A #Dubai-bound #AirIndia Express flight from Kozhikode made an emergency landing at the Kannur airport on Wednesday after suffering a technical snag.
The technical snag was noticed 15 minutes after the flight took off from Kozhikode's Karipur airport around 9.50 a.m. At around… pic.twitter.com/KdoyGiBCSt
— IANS (@ians_india) September 27, 2023