পাটনা: ২০২৪ সালে হতে চলা লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার (game-changer) হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ (Assansol TMC MP) শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। এর পাশাপাশি তিনি বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) ভূয়সী প্রশংসাও করেন তিনি। রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) প্রধানমন্ত্রী (PM) পদপ্রার্থী হিসেবে দেশের মানুষ বেছে নিতে পারেন বলে মন্তব্য করেন।
সংবাদ সংস্থা এএনআইকে (ANI) সাক্ষাৎকার দিতে গিয়ে এপ্রসঙ্গে শত্রঘ্ন সিনহা বলেন, "নীতীশ খুবই সফল একজন নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বিরোধীদের (opposition) একসঙ্গে করার জন্য অসাধারণ কাজ করছেন। আপনারা ২০২৪ সালের প্রধানমন্ত্রী মুখ হিসেবে রাহুল গান্ধীকে অবহেলা করতে পারেন না। ভারত জোড়ো যাত্রা ঐতিহাসিক ছিল। আর ২০২৪ সালে মমতা ব্যানার্জীই হবেন গেম চেঞ্জার।"
Nitish is a successful leader & CM of Bihar. He is doing excellent work of bringing opposition together. You cannot ignore Rahul Gandhi as PM face in 2024. ‘Bharat Jodo Yatra’ was revolutionary. Mamata Banerjee will be game-changer in 2024:Shatrughan Sinha on PM face in 2024 pic.twitter.com/mtjNZ1T9w2
— ANI (@ANI) February 23, 2023
এরপরই বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ভূয়সী প্রশংসা করে আসানসোলের তৃণমূল সাংসদ বলেন, "তেজস্বী যাদব খুব ভালো কাজ করছেন। প্রচুর অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। তেজস্বী যাদবই বিহারের ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনও যোগ্যতার প্রয়োজন হয় না, এর জন্য একজনের প্রয়োজন শুধুমাত্র সমর্থন। আমি বিশ্বাস করি না যে প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন। এটা শুধুমাত্র ভাবমূর্তি তৈরি করার জন্য ছড়ানো হয়েছে।"
Patna, Bihar | Tejashwi Yadav is doing good, he has gained lot of experience. He is seen as future of Bihar. For becoming CM or PM qualification not needed, one only needs support. I don’t believe PM was selling tea, this is only for creating propaganda: Shatrughan Sinha, TMC MP pic.twitter.com/teOMZHmZVo
— ANI (@ANI) February 23, 2023