রাজনীতি

Wayanad Lok Sabha Constituency: ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী পরীক্ষার মুঝে প্রিয়াঙ্কা গান্ধী
Indranil Mukherjeeলোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) ব্যানারে কংগ্রেস দলের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে আত্মপ্রকাশ করেছেন।তাকে চ্যালেঞ্জ করছেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (LDF) সিপিআই-এর সত্যান মোকেরি এবং এনডিএ-র বিজেপির নব্য হরিদাস।
Maharashtra Assembly Election: দলীয় শৃঙ্খলা অমান্য করায় ৪০ জন নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করল মহারাষ্ট্র বিজেপি
Indranil Mukherjeeমহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি জোটের তিন দলেই কম বেশি বিদ্রোহ দেখা গেছে। তবে বিজেপিতে বিদ্রোহীর সংখ্যা বেশি। মাত্র দুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।সেই অনুযায়ী, রাজ্যের ৩৭টি বিধানসভা কেন্দ্রে ৪০ জন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
West Bengal Assembly By-Elections 2024: বামেদের হাত ছেড়ে উপনির্বাচনের ছয়টি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী দিল কংগ্রেস
Indranil Mukherjeeসিতাই তফসিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ।মাদারিহাটে হাত শিবিরের প্রার্থী হচ্ছেন চম্প্রমারি। নৈহাটি আসনে কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে। হাড়োয়া আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর আসনে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস।
Manu Bhaker Casts Vote: ‘এটা আমাদের দায়িত্ব’, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোট দিলেন অলিম্পিক পদকজয়ী মনু ভাকের
Kopal Shawভোট দিয়ে সাক্ষাৎকারে মনু বলেন, 'দেশের তরুণ সমাজ হিসেবে সবচেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। ছোট ছোট পদক্ষেপ বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়... প্রথমবার ভোট দিলাম...'
Haryana Assembly Election 2024: হরিয়ানা বিজেপিতে কোন্দল,নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়া ৮ নেতাকে বহিষ্কার
Indranil Mukherjeeপ্রথম থেকেই প্রার্থী তালিকা নিয়ে বিপাকে বিজেপি। এবার নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় হরিয়ানা বিজেপি আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৮ নেতাকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে।
Haryana Assembly Election 2024: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ জেজেপি-এএসপি জোটের, 'জনসেবা পত্রে' কী কী রয়েছে দেখে নেব এক ক্লিকে
Indranil Mukherjeeইশতেহার অনুসারে, কৃষকদের জন্য জননায়ক ফসল সুরক্ষা প্রকল্প চালু করা হবে, এবং বেকারদের মাসিক ১১হাজার টাকা দেওয়া হবে। এতে বলা হয়েছে, অগ্নিবীর যোদ্ধাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে এবং এক লাখ নারীকে সরকারি চাকরি দেওয়া হবে।
Congress President Mallikarjun Kharge: জম্মুর কাঠুয়ায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন ৮৩ বছরের মল্লিকার্জুন খাড়গে
Indranil Mukherjeeরবিবার জম্মু ও কাশ্মীরে দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । কাঠুয়ায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন খাড়গে।
J&K Assembly Election: বিজেপি ক্ষমতায় আসার পর সশস্ত্র বাহিনীর জন্য এক র্যাঙ্ক এক পেনশন প্রকল্প, কাশ্মীরের জনসভায় বললেন নরেন্দ্র মোদী
Indranil Mukherjeeজম্মুতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের সন্তানদের জন্য শান্তি এবং একটি উন্নত ভবিষ্যত চায়। বিধানসভা নির্বাচনের শেষ দুই ধাপে বিপুল ভোট তারই প্রমাণ।