Pawan Kalyan Slams Sharmistha Panoli Arrest: শর্মিষ্ঠার গ্রেফতারির নিন্দায় সরব পবন, সরাসরি মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আসরে জনসেনা নেতা
এরপরেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে নিশানা করেছেন পবন। লেখেন, 'তৃণমূলের নির্বাচিত নেতা, সাংসদরা যখন সনাতন ধর্মকে উপহাস করেন কোথায় থাকে গ্রেফতারি?
পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীর সেনা 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায়। পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে ধর্মবিদ্বেষী মন্তব্য করে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। যার জেরে গ্রেফতার হয়েছেন শর্মিষ্ঠা। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। শর্মিষ্ঠার গ্রেফতারির তীব্র সমালোচনা করলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। জনসমক্ষে ক্ষমা চাওয়ার পরেও কেন ওই আইনের ছাত্রীকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ? কেন এত দ্রুত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল? প্রশ্ন করেছেন জনসেনা নেতা পবন কল্যাণ।
শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারির বিরুদ্ধে ক্ষোভ পবন কল্যাণের
আইনের ছাত্রী শর্মিষ্ঠা অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগ, ওই ভিডিওয় পাকিস্তানের নিন্দা করতে গিয়ে তিনি আদতে ইসলাম ধর্মকে আঘাত করেছেন। ক্ষেপে ওঠে ভারতীয় মুসলিম সমাজ। কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা দায়ের হয়। গত শুক্রবার ৩০ মে হরিয়ানার গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করে তরুণীকে। তাঁকে শনিবার আলিপুর আদালতে তোলে হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এরপরেই ফুঁসে উঠেছেন পবল কল্যাণ। শনিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন। যেখানে জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলতে শোনা যাচ্ছে, 'সনাতন ধর্মকে ‘গন্ধ ধর্ম’। পবন লেখেন, 'অপারেশন সিঁদুরের সময় আইনের ছাত্রী শর্মিষ্ঠা মুখ খুলেছিলেন তাঁর কথাগুলো অনেকের কাছে দুঃখজনক এবং আঘাতজনক ছিল। কিন্তু তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভিডিওটি মুখেও ফেলেছেন। কিন্তু তাও পশ্চিমবঙ্গ পুলিশ দ্রুত শর্মিষ্ঠার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে'।
শর্মিষ্ঠার গ্রেফতারির নিন্দায় মমতার মুখোমুখি পবন
এরপরেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে নিশানা করেছেন পবন। লেখেন, 'তৃণমূলের নির্বাচিত নেতা, সাংসদরা যখন সনাতন ধর্মকে উপহাস করেন তখন তা লক্ষ লক্ষ মানুষের উপর গভীর যন্ত্রণাদায়ক প্রভাব সৃষ্টি করে। সনাতন ধর্মকে ‘গন্ধ ধর্ম’ বলে উপহাস করা হয়। তখন কোথায় থাকে গ্রেফতারি? কোথায় থাকে ক্ষমা চাওয়া?' তিনি আরও বলেন, 'ধর্মকে যারা নিন্দা করে তাঁদের প্রত্যেকেরই নিন্দা করা উচিৎ। ধর্মনিরপেক্ষতা কারও জন্য ঢাল এবং কারও জন্য তরবারি হতে পারে না। এটি অবশ্যই দ্বিমুখী রাস্তা হওয়া উচিৎ। পশ্চিমবঙ্গ পুলিশ, জাতি তোমাদের দেখছে। সকলের জন্য ন্যায়বিচার করুন'।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)