Shankar Malakar in TMC: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা ও দুইবারের বিধায়ক শঙ্কর মালাকার

Shankar Malakar Join TMC. (Photo Credit: X@abirghoshal)

তৃণমূলে যোগ দিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে তৃণমূল ভবনে দল বদল করেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের । সাম্প্রতিক সময়েও উত্তরবঙ্গের মাটিতে ভালো ফল করেছে বিজেপি । এই অবস্থায় বিধানসভা নির্বাচনের আগেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কয়েকদিন আগেই এই লক্ষ্যে চা-বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস । সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার তাদের আরেক হাতিয়ার হতে চলেছেন উত্তরের প্রভাবশালী নেতা শঙ্কর মালাকার !

 আজ সকালেই দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে শঙ্কর মালাকার কে অপসারিত করে কংগ্রেস। সেই সঙ্গে জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে শঙ্কর মালাকারকে অপসারিত করা হলো বলে প্রদেশ কংগ্রেস এর তরফ থেকে সভাপতি শুভঙ্কর সরকার আজ এক বিবৃতিতে জানান। ওই বিবৃতিতে বলা হয়েছে, দার্জিলিং জেলা কংগ্রেস এর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওই কমিটি দার্জিলিং জেলা কংগ্রেস এর সমস্ত কাজ পরিচালনা করবে।

হাত ছেড়ে জোড়াফুলে শঙ্কর মালাকার

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement