নতুন দিল্লি, ৬ জানুয়ারি: “পাঁচ বছরের প্রতিশ্রুতি পূর্ণ করেনি কেজরিওয়ালের সরকার (AAP Government)। তাই ভোটটা আর ভুলেও আপকে দেবেন না। ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে যার মাথায় বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর যেসব রাজনৈতিক দল ভোটের নামে প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করে না, তাদের ক্ষমতা থেকে মুছে ফেলুন।” রাজধানীতে নির্বাচন কমিশন আজ সন্ধ্যাবেলাতেই আগামী বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। তার পরেপরেই টুইটারে প্রচারের প্রথম পর্ব সেরে ফেললন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। প্রথমেই বর্তমান কেজরিওয়াল সরকারকে আক্রমণ করে অমিতের দাবি, মুখ্যমন্ত্রী রাজধানীর বাসিন্দাদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূর্ণ করেননি। তাই এবার আর উনি ভোট পাওয়ার যোগ্য নন।
তিনি বলেন, “আমি স্থির বিশ্বাসী যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকতে পছন্দ করে। তাই দিল্লির বাসিন্দারা বিজেপিকেই ভোট দেবে। এই দলের সরকার মানুষের আশাকে পূর্ণ করে। আর বাকিরা পরাজিত হবে, যার গত পাঁচ বছর প্রতিশ্রুতির নামে ক্ষমতায় ছিল। গত পাঁচ বছরে আপ সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কাজের কাজ কিছুই করেনি। শেষ তিনমাসে বিপুল অর্থ খরচ করে সরকারি কাজের বিজ্ঞাপন দিয়ে বেরিয়েছে। দিল্লির বাসিন্দারা এখনও কলেজ, হাসপাতাল, ফ্রি ওয়াইফাই আর ১.৫ মিলিয়ন সিসিটিভি চাইছে। এখনও দিল্লিকে সিসিটিভি-তে মুড়তে পারেননি মুখ্যমন্ত্রী। ভোট দেওয়ার পর গরিব মানুষ ভাবে সরকার তাকে একটাপাকা বাড়ি করে দেবে। এবারের নির্বাচন সেই আশাকেই পূর্ণ করবে। আর যারা এতদিন আয়ুষ্মান ভারতের সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাদের এবার গণতন্ত্রের এই বড় উৎসবে ব্রাত্য করে দিন। ছুঁড়ে ফেলুন। এবার নির্বাচন যেন ভোট ব্যাংকে নিশ্চিহ্ন করে দেয়, যা দিল্লির শান্তিকে হরণ করেছে।” কেজরিওয়ালের কাজের বিরুদ্ধে কটাক্ষও করেন অমিত শাহ। আরও পড়ুন-Delhi Assembly Election: আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ করলেন সুনীল অরোরা
मुझे पूर्ण विश्वास है कि लोकतंत्र के इस महापर्व के माध्यम से दिल्ली की जनता उनको पांच साल तक गुमराह करने वाले और उनसे सिर्फ खोखले वादे करने वालों को हरा कर प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के नेतृत्व में दिल्ली की जनता की आकाँक्षाओं को पूर्ण करने वाली सरकार चुनेगी।
— Amit Shah (@AmitShah) January 6, 2020
गत 60 महीनों में आम आदमी पार्टी की सरकार ने सिर्फ और सिर्फ वादे किये और अब अंतिम 3 महीने में जनता के विकास के पैसे को अपनी घोषणाओं के विज्ञापनों पर खर्च किया। दिल्ली के लोग आज भी फ्री wifi, 15 लाख CCTV कैमरे, नये कॉलेज और अस्पतालों की राह देख रहें हैं।
— Amit Shah (@AmitShah) January 6, 2020
यह चुनाव गरीबों के अपने पक्के घर के सपने को पूरा करने का चुनाव है,
यह चुनाव गरीबों को आयुष्मान योजना से उनके मुफ्त इलाज का अधिकार छीनने वालों को सत्ता से हटाने का चुनाव है,
यह चुनाव वोट बैंक की राजनीति के लिए दिल्ली की शांति भंग करने वालो का सूपड़ा साफ करने का चुनाव है।
— Amit Shah (@AmitShah) January 6, 2020
मैं @BJP4Delhi के सभी कार्यकर्ताओं से अपील करता हूँ कि न सिर्फ मोदी सरकार द्वारा दिल्ली और देश के लिए किये गये ऐतिहासिक कार्यों को दिल्ली के घर-घर तक पहुंचाए बल्कि दिल्ली के विकास में रोड़ा बनी आप सरकार की सच्चाई भी दिल्ली की जनता को बतायें।
— Amit Shah (@AmitShah) January 6, 2020
এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে। তাই নতুন বছরের শুরুতেই রাজধানীর আসন্ন বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) নির্ঘণ্ট স্থির হয়ে গেল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা (Chief Election Commissioner Sunil Arora)। রাজধানীতে বিধানসভা আসন ৭০টি, তাই একটি দফাতেই হচ্ছে ভোট। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন। ফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরই টুইট করেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেন, 'এবারের নির্বাচন কাজের ভিত্তিতে হবে।'