Photo Credits: ANI

ছত্তরপুর: কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (MP assembly election 2023)। সেই উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কোথাও পদযাত্রা করছেন তো কোথাও করছেন জনসভা। আরও পড়ুন: Netaji Subhash Chandra Bose: নেতাজির ভয়েই ভারত ছেড়েছিল ব্রিটিশরা, সুভাষচন্দ্র বোসের ভূয়সী প্রশংসা বিজেপি বিধায়কের

বৃহস্পতিবার দুপুরে জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুর জেলার (Chhatarpur district) রাজনগর বিধানসভা এলাকার (Rajnagar Assembly Constituency) একটি গ্রামে গিয়ে সেখানকার উপজাতি সম্প্রদায়ের (tribal community) মানুষের সঙ্গে পাশাপাশি মাটিতে বসে মধ্যাহ্নভোজন (lunch) সারলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব (Samajwadi Party (SP) chief Akhilesh Yadav)। আরও পড়ুন: Video: ফোনে ব্যস্ত, কেউ মত্ত, মথুরায় ট্রেন প্ল্যাটফর্মে উঠল কেন! ভিডিয়ো নিয়ে শোরগোল

দেখুন ভিডিয়ো: