অধীর চৌধুরী( Photo Credits-Facrbook)

দিল্লি, ১৯ জুন,২০১৯: হাইকমান্ড যে তাঁকে পদ দিয়ে ভুল করেনি সেটা প্রথম দিনেই বুঝিয়ে দিলেন লোকসভায় (Lok Sabha) কংগ্রসের দলনেতা অধীর চৌধুরী(Adhir Chowdhury)। রাজ্যে বরাবরই নিজের দাপট বজায় রেখেছেন তিনি। তৃণমূল থেকে পদ্মফুল কেউ দাঁত ফোটাতে পারেনি অধীরের গড়ে। তাই প্রথম দিনেই বিজেপিকে তিনি বুঝিয়ে দিলেন লোকসভাতেও বড় কঠিন ঠাঁই হতে চলেছেন তিনি।

নতুন স্পিকার (Speaker) দায়িত্ব নেওয়ার পরেই অধীরকে বলার সুযোগ দেন। সেই সুযোগের যাকে বলে যথার্থ ব্যবহার করলেন তিনি। প্রথম দিনে বলতে উঠেই বুঝিয়ে দিলেন বাংলায় ভেদাভেদের কোনও ঠাঁই নেই। তিনি বুঝিয়ে দেন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনও আপস করবেন না । এ দিনের ভাষণে সকলেরই মন জয় করে নিয়েছেন অধীর।আরও পড়ুন, অভিনেত্রী নিগ্রহের তদন্তে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ, তদন্ত কমিটি গড়ল লালবাজার

যদিও তাঁর আগেই বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, ‘‌আমি কারও পক্ষে যেতে চাই না। যেতে চাই না কারও বিপক্ষেও। আমি নিরপেক্ষ থাকতে চাই।’‌

অধীর সেই প্রসঙ্গ টেনেই স্পিকারকে বলেন,‘‌ প্রধানমন্ত্রী আজ যে কথা বলেছেন, আমি চাই, সেই মতো আপনিও লোকসভায় কোনও আলোচনা, বিতর্কে কারও পক্ষে বা কারও বিপক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকুন পুরোপুরি। সেটাই ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সংবিধানের মর্ম কথা।’‌প্রথম দিনেই সংসদে কৃষকদের সমস্যার কথা তুলেছেন তিনি।