ইম্ফল, ১০ জুন: চমকে দেওয়ার মত এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিওতে দেখা যাচ্ছে মনীপুরের মোরেহ টাউনে এক ব্যক্তি মহিলাদের জোর করে নাচতে বাধ্য করছেন। নাচের নামে মহিলার শরীরে হাত দিতে থাকেন সেই ব্যক্তি। এমনকি সেই মহিলা সেই ব্যক্তির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, তিনি তা বারবার করতে থাকেন। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। অভিযোগ ওই ব্যক্তি আসলে বিহারের একজন রাজনীতিবিদ।
ভাইরাল ভিডিওটি যত এগিয়েছে ব্যক্তির অসভ্যতার পরিমাণ তত বেড়েছে। দেখা যাচ্ছে একটা ঘরে গানের তালে নাচতে নাচতে জোর করে এক মহিলার গায়ে হাত দিচ্ছেন। সেই মহিলা বারবার হাত সরানোর চেষ্টা করছেন। আর অস্বস্তিতে সেই মহিলা বারবার লোকটি-র হাত সরাচ্ছেন। আরও পড়ুন- কাঠুয়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৬, বেকসুর খালাস এক জন
অবসরে তিনি হোটেলে একেবারে গান চালিয়ে মহিলাদের গায়ে হাত দিয়ে নাচ চালিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যক্তিটি মেয়েটির কাঁধে হাত রাখার চেষ্টা করেছিলেন তিনি তবে বারেবারে মেয়েটি কাঁধ থেকে হাত সরিয়ে দিচ্ছিলেন ৷
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইম্ফল টাইমসের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে খবরটি ৷ মেয়েটির বয়স অনেকটাই কম বলে জানা গিয়েছে ৷ তবে নাবালিকা কীনা ? তা স্পষ্ট নয় ৷News18-এর খবর অনুযায়ী ওই ব্যক্তি আসলে বিহারের এক রাজনীতিবিদ। যিনি কিছু উন্নয়নের কর্মসূচিতে মনীপুরে এসেছিলেন।
LatestLY-ওই ব্যক্তির পরিচয় যাচাই করেনি। খবরের সত্যতা বা ভিডিওটি যাচাই করেনি।