উত্তরাখণ্ড, ২৪ এপ্রিল: লকডাউনের মধ্যে হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় ৬ মাসের শিশু-সহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। তালিকায় ৩ বছরের বাচ্চাও রয়েছে। ঘটনাটি উত্তরকাশীর। সবমিলিয়ে ৪৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে উত্তরাখণ্ডে (Uttarakhand Police)। যার মধ্যে ২৩ জন সুস্থও হয়েছে। এর মধ্যে একজন আবার বিদেশি। তবে এখনও পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি কেউ হয়নি। এদিকে উত্তরকাশীর পুলিশের দায়ের করা অভিযোগ প্রসঙ্গে জেলাশাসক বলেছেন, আট বছরের কম বয়সীদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় এফআইআর কিছুতেই দায়ের হতে পারে না। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের মধ্যে রয়েছে গোটা দেশ। এই মুহূর্তে দেশে মারণ ভাইরাসের কবলে ২৩ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮৪ জন। মৃত ৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে ১৭ হাজার ৬১০ জন এখন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। মৃতের সংখ্যা ৭১৮। দেশে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৬ হাজার ৪৭ জন। বৃহস্পতিবার সারা দিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৮ জন। ১৪ জনের মৃত্যুও ঘটেছে। সবমিলিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ২৮৩। আরও পড়ুন- India’s COVID-19 Tally: শুক্রবার দেশে মোট করোনা আক্রান্ত ২৩ হাজার ৭৭, গত ২৪ ঘণ্টায় মারণ রোগের কবলে ১৬৮৪ জন
Uttarakhand:Revenue Police Uttarkashi has filed case against 51 ppl incl a 6-month-old&a 3-yr-old for violation of home quarantine rules during lockdown. DM Uttarkashi says,"FIR under Juveline Justice Act can't be registered against those under 8yrs of age.Probe to be conducted".
— ANI (@ANI) April 24, 2020
এদিকে গোয়া ও মণিপুরের পর দেশের কোভিড-১৯ মুক্ত তৃতীয় রাজ্য হল ত্রিপুরা (Tripura)। সেখানে দ্বিতীয় আক্রান্ত সুস্থ হতেই মারণ ভাইরাস মুক্ত হল উত্তর পূর্বের তৃতীয় রাজ্য। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, “রাজ্যে ২ জনের শরীরে মারণ রোগের জীবাণু মিলেছিল। আগেই একজন সুস্থ হয়ে যান। দ্বিতীয় জন চিকিৎসাধীন ছিলেন। পরে নতুন করে তাঁর লালারসের পরীক্ষা হলে তাতে করোনার জীবাণু মেলেনি। তাই তাঁকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমাদের রাজ্য পুরোপুরি করোনা মুক্ত। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি গাইডলাইন মেনে চলতে সবাইকেই অনুরোধ করছি। বাড়িতে থাকুন সুস্থ থাকুন।”