পাঞ্জাবে পুলিশের (Punjab Police) ওপর দুষ্কৃতি হামলা। পাল্টা এনকাউন্টার অভিযান চালাল পুলিশও। এই হামলায় জখম এক দুষ্কৃতি। জানা যাচ্ছে, তিন কুখ্যাত দুষ্কৃতিদের খোঁজে মোগায় একটি তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় তাঁদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। পাল্টা হামলা চালায় পুলিশও। তাতেই আহত হন একজন। ইতিমধ্যেই অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা।

মন্দিরের সামনে পুলিশের ওপর হামলা

জানা যাচ্ছে, মোগায় একটি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল পুলিশ বাহিনী। তখনই তাঁদের ওপর গুলি চালায় দুষ্কৃতিরা। পাল্টা জবাব দেয় পুলিশ। আর এই অভিযানে গুলি লাগে একজনের। সেই দেখে বাকিরা পালানোর চেষ্টা করেন। তখনই তাঁদের আটক করে পুলিশ। যদিও এই অভিযানে পুলিশ আধিকারিকরা সুরক্ষিত রয়েছেন বলে খবর।

দেখুন পুলিশের বক্তব্য

উদ্ধার লক্ষাধিক টাকা

কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের থেকে তিনটি বন্দুক, ১৫ রাউন্ড গুলি, একটি গাড়ি সহ ৯.২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে তাঁদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে খবর। সেই কারণে বাকিদের খোঁজ জেরা শুরু করেছে পুলিশ।