নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে শিপ্রা নদীতে পড়ে গেল পুলিশের গাড়ি। নদীর জলে তলিয়ে গেলেন ৩ পুলিশকর্মী। ১২ ঘণ্টা তল্লাশির পর রবিবার সকালে উদ্ধার এক পুলিশ অফিসারের দেহ। বাকি ২ জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, মৃতের নাম অশোক শর্মা। উনহেল থানার ইনচার্জ ছিলেন তিনি। শনিবার রাতে, অশোক শর্মা, উনহেল থানার সাব-ইন্সপেক্টর মদনলাল এবং একজন মহিলা কনস্টেবল আরতি পাল একটি মামলার তদন্তে বেরিয়েছিলেন। সেখান থেকে থানায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামঘাটের কাছে সেতুর রেলিং দিয়ে নদীতে পড়ে সাদা গাড়িটি। জলের স্রোত তীব্র থাকায় আরোহীদের উদ্ধার করা যায়নি বলে দাবি তাঁদের। সঙ্গে সঙ্গে জলে ডুবে যান তাঁরা। এরপর তাঁদের খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়। নামানো হয় ডুবুরি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিরও হদিশ মেলেনি এখনও। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখ হচ্ছে।
সেতুর রেলিং ভেঙে জলে পড়ল পুলিশের গাড়ি, মৃত ১, নিখোঁজ ২
#WATCH | Madhya Pradesh | Car plunges into Shipra river in Ujjain. Rescue and search operation underway.
Ujjain SP Pradeep Sharma says, "A white car plunging into the river on a bridge was reported. The incident occurred around 8.45 PM... The water flow is strong, making it… pic.twitter.com/LvEcqyjwMm
— ANI (@ANI) September 6, 2025