সারা দেশে প্রথম কোভিড-১৯ লকডাউন কার্যকর হওয়ার পর ২০২০ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা করা হয়েছিল। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ, ২০২২ সালে। তারপর মার্চ মাসে কেন্দ্র ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির ছয় মাস মেয়াদ বাড়িয়েছিল। আরো একবার প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীসভা। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীসভা ফ্রি তে রেশন (PMGKAY) দেওয়ার এই প্রকল্পের মেয়াদ আরো ৩ মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্প বাড়ানোর সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
Delhi | The central cabinet has decided to extend PMGKAY (free ration) scheme for the next 3 months: Union minister Anurag Thakur pic.twitter.com/4ha7bdvQDx
— ANI (@ANI) September 28, 2022