Prime Minister Narendra Modi (Photo Credits: ANI)

লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রীর সফরের পরেই মালদ্বীপের মন্ত্রীদের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করা নিয়ে অনেক বিতর্ক দানা বেধেছিল। যার জেরে মালদ্বীপের (Maldives) সঙ্গে সম্পর্কে অনেকটাই চিড় ধরেছে ভারতের।

এবার মালদ্বীপ বিতর্ককে মাথায় রেখে এবার দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের কোদালধাম ক্যানসার হাসপাতালে (Kodaldham Cancer Hospital) ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে গিয়ে দেশের মানুষদের ভারতের পর্যটন করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন।

তিনি জানান,"নিজের দেশের কথা আগে ভাবুন, নিজের দেশের জন্য প্রথমে কিছু করুন। যদি আপনারা কোথাও যাওয়ার কথা ভাবেন। নিজের দেশেই সেটা দেখুন, এবং সেইসব স্থানগুলিকে আপনার প্রিয়জনের সঙ্গে দেখে আসুন। দেশের পর্যটনকে প্রচার করার জন্য যেটা প্রয়োজন হয় করুন।  "

এছাডা় দেশের মধ্যে তৈরী হওয়া দ্রব্যের ওপর নির্ভরতা বাড়াতে বলেন প্রধানমন্ত্রী। জোর দেন ডিজিটাল লেনদেনের ওপর। অনেকেই বিয়ের ক্ষেত্রে অনুষ্ঠান করার জন্য বাইরের দেশকে বেছে নেন। এতে বহু অর্থ বাইরে চলে যায়। দেশের মধ্যেই বিয়ের অনুষ্ঠান করার ক্ষেত্রে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।