Photo Credits: ANI

লাক্ষাদ্বীপ: আগামী ২২ জানুয়ারি যজমান হয়ে ৫০০ বছর বাদে রামলালাকে 'পাক্কা ঘর'-এ গৃহপ্রবেশ করাবেন। রয়েছে আরও অন্যান্য কাজও। তারই ফাঁকেই নিজের লাক্ষাদ্বীপ ভ্রমণের (Lakshadweep visit) ছবি টুইট করে সেখানকার অনুভূতির কথা এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

তিনি লিখেছেন, "প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, লাক্ষাদ্বীপের (Lakshadweep) প্রশান্তিও মুগ্ধকর। এই সমস্ত বিষয় আমাকে ১৪০ কোটি ভারতীয়দের কল্যাণে (welfare) কীভাবে আরও কঠোর পরিশ্রম করতে পারি তার বিষয়ে ভাবনাচিন্তা করার সুযোগ দিয়েছে।" আরও পড়ুন: ALL India Conference Of Police: ডিজি ও আই জি-দের তিনদিনের সর্ব ভারতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন টুইট)

দেখুন ভিডিয়ো:

প্রবালের সাম্রাজ্যে তোলা ছবি টুইট করে লেখেন, যারা তাদের মধ্যে থাকা দুঃসাহসিকতাকে আলিঙ্গন করতে চান তাঁদের জন্য, লাক্ষাদ্বীপকে আপনাদের ভ্রমণের তালিকায় রাখতেই হবে। ওখানে থাকাকালীন আমি স্নোরকেলিং করার চেষ্টাও করেছি। অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। আরও পড়ুন: Blood Not Meant For Sale: সরবরাহ এবং প্রক্রিয়াকরণ ফি ছাড়া রক্তের জন্য দিতে হবে না বেশি টাকা, জানাল ডিজিসিআই (দেখুন টুইট)