নতুন দিল্লি, ৬ মার্চ: ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (75 Years of India's Independence)। সেই উপলক্ষে ২৫৯ সদস্যের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বাধীন এই কমিটি গঠন করেছে। প্যানেলের সদস্যরা হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিল, ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদ, এনএসএ অজিত দোভাল, দেশের ২৮ জন মুখ্যমন্ত্রী। এছাড়াও কমিটিতে রয়েছেন লতা মঙ্গেশকর, নোবেল জয়ী অমর্ত্য সেন, বিজেপির প্রবীণ নেতা এল কে আদবানি, প্রায় সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল।
সনিয়া গান্ধি, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা শরদ পাওয়ার, টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এবং মায়াবতীর মতো বিরোধী নেতারাও কমিটিতে রয়েছেন। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। একই কারণে সচিবদের নিয়েও একটি কমিটি গঠন করা হয়েছে। আরও পড়ুন: Rajasthan Horror: জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতাকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, সঙ্কটজনক অবস্থায় নিপীড়িতা
এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫৯ জনের প্যানেলে বিশিষ্ট ব্যক্তি এবং সর্বস্তরের বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান ও কর্মসূচি ঠিক করা থেকে সেগুলি বাস্তবায়নের জন্য নির্দেশ দেবে। আগামী ৮ মার্চ এই কমিটির প্রথম বৈঠক রয়েছে। ২০২২ সালের ১২ মার্চ মাসে মহাত্মা গান্ধির নেতৃত্বে হওয়া ঐতিহাসিক লবণ সত্যগ্রহের ৯১ তম বার্ষিকী। ওই দিনই সূচনা হবে নানা অনুষ্ঠান ও কর্মসূচির।