প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ১৩ এপ্রিল: মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকাল ১০টা নাগাদ দেবেন বলে ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। PMO থেকে টুইটে জানানো হয়েছে, ১৪ এপ্রিল সকাল ১০টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকালই নরেন্দ্র মোদির ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে।এরই মধ্যে বর্তমান পরিস্থিতিতে করোনাকে মোকাবিলা করার জন্য বিভিন্ন রাজ্য তাঁর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই আর্জি জানানো হয়। ওড়িশা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, তেলেঙ্গান, মহারাষ্ট্রতে ঘোষণাও করে দেওয়া হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন। তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে, এখন লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়।

গত কয়েকদিন দৰেই শোনা যাচ্ছিল নরেন্দ্র মোদি শনিবার ভাষণ দেবেন। তবে তা ভুয়ো খবর ছিল বলে পরে জানা যায়। আগামীকাল তিনি কী বলবেন। লকডাউনের মেয়াদ কতদিন থাকবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দেশবাসী তাকিয়ে তাঁর দিকে। এদিকে গরিব, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীদের অর্থকষ্ট, খাদ্যাভাবের খবর উঠে আসছে। তাদের জন্য কী বন্দোবস্ত করা হয় তাও আগামীকালই জানান যেতে পারে। আরও পড়ুন, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯, ১৫২; মৃতের সংখ্যা ৩০৮

এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সোমবার দেশে করোনা আক্রান্তের (Coronavirus Cases) সংখ্যা পৌঁছালো ৯ হাজার ১৫২-তে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন, ৩৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ৩০৮। সাত হাজার ৯৮৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। ৮৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৮২ জন। একদিনে মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। পুনেতে তিন জনের, নভি মুম্বইতে ২ জনের, সোলাপুরে ১ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৪৯। মুম্বইতে এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, সবমিলিয়ে ৯০ রকমের ভ্যাকসিন তৈরি হয়েছে। তবে একটিও পরবর্তী পর্যায় পর্যন্ত পৌঁছায়নি। এখন সরকারিভাবে ২১৯- ১৫১টি ও ৬৮টি বেসরকারি জায়গায় করোনার টেস্ট সম্ভব হচ্ছে। জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার। সবথেকে খারাপ অবস্থায় নিউইয়র্ক। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ২০ জন। মৃতের সংখ্যা ৯ হাজার ৩৮৫। নিউজার্সিতে আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৮৫০ জন। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫০ জনের।