নয়াদিল্লি: আদিবাসী সম্প্রদায়ের (Tribal Community) মানুষের তৈরি বিভিন্ন পণ্যের (Products) প্রচারের (Promote) জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) নানা উদ্যোগ (Efforts) নিচ্ছে। এই সম্প্রদায়ের মানুষের জীবনযাপনের মান উন্নয়নের (development) সঙ্গে তাঁর নিজস্ব আবেগ জড়িয়ে আছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
বৃহস্পতিবার নয়াদিল্লির (New Delhi) মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে (Major Dhyan Chand National Stadium) জাতীয় আদিবাসী ফেস্টিভাল (National Tribal Festival) আদি মহোৎসবের (Aadi Mahotsav) সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ধরনের অনুষ্ঠান-সহ বিভিন্ন উপায়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আদিবাসী সম্প্রদায়ের তৈরি করা পণ্যের চাহিদা বৃদ্ধির চেষ্টা করছে বলেও উল্লেখ করে তিনি।
এপ্রসঙ্গে বলেন, "গত আট থেকে ন বছরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্কিত আদি মহোৎসব ধরনের অনুষ্ঠান দেশের জন্য প্রচারের কাজ করছে। আমি নিজে ব্যক্তিগত ভাবে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণের বিষয়টি আমার ব্যক্তিগত আবেগ ও অনুভূতিরর সঙ্গে জড়িয়ে রয়েছে।"
গুজরাটের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের উন্নয়নের জন্য তিনি একসময়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বলেও দাবি করেন। পুরনো দিনের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, "গুজরাটের উমারগাম থেকে অম্বিকাজি পর্যন্ত সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এলাকায় আমি দীর্ঘদিন ধরে আদিবাসী ভাই ও বোনদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছি। তাঁদের জীবনযাপনের পদ্ধতি আমাকে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আমি চাই আদিবাসীদের তৈরি পণ্য যতটা বেশি সম্ভব বাজারে গিয়ে পৌঁছে যাক। তাঁদের সম্মান দেওয়ার বিষয়টাও বাড়ুক। বৃদ্ধি হোক তাঁদের দাবি ও চাহিদার। সরকার এই ধরনের লক্ষ্যেই কাজ করছে।" আরও পড়ুন: Delhi Murder: পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে বাগদান সেরেই লিভ ইন পার্টনার নিকিকে খুন করে সাহিল গেহলট
"Development of adivasis is personal for me," says PM Modi after inaugurating tribal showcase 'Aadi Mahotsav'
Read @ANI Story | https://t.co/i38JuwWh83#PMModi #NarendraModi #Adivasis #AadiMahotsav2023 pic.twitter.com/xp9xVQ3WpX
— ANI Digital (@ani_digital) February 16, 2023