নতুন দিল্লি, ২১ মে: ঘূর্ণিঝড় আম্ফানের (Cyclone Amphan) দাপটে বিপর্যস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার দুপুরে তিনি কয়েকটি টুইট করেন। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি রাজ্যেই স্বাভাবিকতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ গ্রাউন্ড লেভেলে কাজ করছে।
টুইটে প্রধানমন্ত্রী লেখেন,"ওড়িশার জনগণের জন্য চিন্তা হচ্ছে। তারা ঘূর্ণিঝড় আম্ফানের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা করার লক্ষ্যে কাজ চলছে। আমি প্রার্থনা করি যে পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে।" মোদি লেখেন, "এনডিআরএফ দল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অংশগুলিতে কাজ করছে। শীর্ষ কর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে নিবিড় সমন্বয় করে কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোনও কিছু বাকি রাখা হবে না।" তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের ভিজ্যুয়ালগুলি দেখছি। এই চ্যালেঞ্জিং সময়ে পুরো দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। রাজ্যের জনগণের মঙ্গল কামনা করছি। স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা চলছে।" আরও পড়ুন: Cyclone Amphan: আম্ফানে ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন করতে পশ্চিমবঙ্গ ও ওড়িশা আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
NDRF teams are working in the cyclone affected parts. Top officials are closely monitoring the situation and also working in close coordination with the West Bengal government.
No stone will be left unturned in helping the affected.
— Narendra Modi (@narendramodi) May 21, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah) লেখেন, "আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্পর্কিত সকল কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ করছি। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে আমি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও কথা বলেছি। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছি।"