PM Modi On Operation Sindoor (Photo Credit: ANI/X)

আহমেদাবাদ, ২৭ মে: ভূজের পর গান্ধীনগর (Gandhinagar)। এবার গুজরাটের (Gujarat) গান্ধীনগরে হাজির হয়ে ফের পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কড়া তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদূরে (Operation Sindoor) যা হয়েছে, তা রেকর্ড করা ক্যামেরায়। ক্যামেরার সামনেই সবকিছু হয়েছে। যাতে কেউ অপারেশন সিঁদূরের পর তা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। মোদী আরও বলেন, অপারেশন সিঁদূর যখন শুরু হয়, সেই সময় ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ২২ মিনিটের মধ্যে জঙ্গি ঘাঁটি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়, তা সব ক্যামেরার সামনে হয়েছে বলে মন্তব্য করেন মোদী।

আরও পড়ুন: PM Modi Warns Pakistan: 'রুটি খেয়ে সুখে শান্তিতে জীবন কাটাও, না হলে আমার গুলি তো আছেই', পাকিস্তানকে 'বুলেট ওয়ার্নিং' মোদীর

গুজরাটের রাজধানী গান্ধীনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতবর্ষ বীরদের ভূমি। তাই এই ভারতের উপর যদি কোনও আঘাত করা হয়, তাহলে ছেড়ে কথা বলা হবে না। গত ৬ মে রাতে যা হয়েছে (অপারেশন সিঁদূরের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি), তাতে আর কেউ কখনও যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে আসবে না বলেও মন্তব্য করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, অপারেশনব সিঁদূর যখন শুরু হয়, সেই সময় মাত্র ২২ মিনিটের মধ্যে পরপর ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে চুরমার করে দেয় ভারতীয় সেনা। আর এবার সবকিছু ক্যামেরার সামনেই করা হয়েছে। যাতে কেউ এই আঘাত অস্বীকার করতে না পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এসবের পাশাপাশি পাকিস্তানের উপর যে কূটনৈতিক প্রহার চলছে, তার প্রভাব যে কতটা শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছে পড়শি দেশের উপর, তাও মনে করান প্রধানমন্ত্রী। সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্থগিত করার জেরে পাকিস্তানের উপর তার বিস্তর প্রভাব পড়ছে বলেও গান্ধীনগর থেকে মনে করান মোদী।