
দিল্লি, ২৭ মে: পাকিস্তানকে (Pakistan) চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অপারেশন সিঁদূর (Operation Sindoor) যে বন্ধ করা হয়নি এখনও পর্যন্ত, পাকিস্তানকে তা মনে করালেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ (Terrorism) থেকে পাকিস্তান কী হাসিল করেছে বলে প্রশ্ন তোলেন মোদী। পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষ এবং যুব সমাজ সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে আসুন। ভারত (India) বর্তমানে গোটা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। সেখানে পাকিস্তান কোথায় দাঁড়িয়ে বলে প্রশ্ন ছুঁড়ে দেন মোদী।
গুজরাটের (Gujarat) ভূজে হাজির হয়ে পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে কার্যত সমান্তরালভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদের রোগ রয়েছে পাকিস্তানের। ফলে পাকিস্তানের সাধারণ মানুষকে এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে সে দেশের যুব সমাজকে। ভূজে দাঁড়িয়ে এমন মন্তব্যও করতে শোনা যায় নরেন্দ্র মোদীকে।
পাশাপাশি তিনি আরও বলেন, 'পাকিস্তানের মানুষ সুখ, শান্তিতে জীবন কাটান। রুটি খেয়ে বেঁচে থাকুন। না হলে আমার গুলি তো আছেই।' অর্থাৎ ভারতের দিকে চোখ তুলে তাকালে যে পাকিস্তান দৃষ্টিশক্তি হারাবে, তা কার্যত ফের মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অপারেশন সিঁদূরের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) কড়া ভাষায় পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, যাঁদের চোখ খোলা রয়েছে, তাঁরা স্বাভাবিকভাবেই দেখতে পাবেন যে পাকিস্তানে কীভাবে সন্ত্রাসবাদের চাষ হয়। সন্ত্রাসের ভরকেন্দ্র যে পাকিস্তান, তা বুঝতে কারও দেরি হয় না বলে জয়শঙ্কর মন্তব্য করেন। বিদেশমন্ত্রী যে ভাষায় পাকিস্তানকে কড়া আক্রমণ করেন, প্রধানমন্ত্রীও সেই রেশ টেনেই শেহবাজ় শরিফের সরকারকে তুলোধনা করেন ভূজে দাঁড়িয়ে।