ভাদোদারায় মোদীর রোড শো (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'এর সাফল্যের পর প্রথমবারের মতো নিজের রাজ্য গুজরাটে (Gujarat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দু'দিনের সফরে গুজরাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ২৬ এবং ২৭ মে দাহোদ, কচ্ছ এবং গান্ধীনগরের একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে সোমবার ভাদোদারায় রোড-শোতেঁ যোগ দিলেন নমো। 'অপারেশন সিঁদুর'এর সাফল্যে র পিছনে ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্ণিশ জানাতেই এই রোড-শো।

ভাদোদারায় রোড শো মোদীর, প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তায় মানুষের ঢল

এদিন ছাদখোলা গাড়িতে ভাদোদারায় রাস্তায় ঘোরেন মোদী। রোড শোতে পা মেলান বহু মানুষ। প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার পাশে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। মোদীকে লক্ষ্য করে ফুল ছোড়েন তাঁরা। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী। তিরঙ্গাতে ঢেকে দেওয়া হয় ভাদোদারার রাস্তাঘাট। এদিন এই রোড শোতে হাজির ছিলেন সেনা ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। উল্লেখ্য, দু'দিনের গুজরাট সফরে ২০,০০০ কোটি টাকার প্রকল্প রেলওয়ে উৎপাদন ইউনিটে প্রথম ৯০০০ এইচপি লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করবেন মোদী। এছাড়াও মাতা আশাপুরা মন্দিরে দর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।

ভাদোদারায় বিরাট রোড শো, নিজের ডেরায় 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য উদযাপন মোদীর