কর্ণাটকে ক্ষমতা থাকা বিজেপি মোটেও ভাল জায়গায় নেই। ক্রমশ হাওয়া সঙ্গ দিচ্ছে এখন রাজ্যের প্রধান দল কংগ্রেসের দিকে। হাওয়া ঘোরাতে তাই দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে নরেন্দ্র মোদীকে পুরোপুরি কোমর বেঁধে নামাচ্ছে বিজেপি। বাসবরাজ বোম্বাইয়ের রাজ্যে একেবারে কোণাঠাসা বিজেপিকে জেতাতে হলে একমাত্র মোদীই পারবেন। দল এটাই বিশ্বাস করছে। তাই আগামী ১০ মে এক দফায় ভোট হতে চলা কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে রেকর্ড জনসভা করবেন মোদী।
বিজেপি সূত্রে খবর আগামী এক মাসে কর্ণাটকে ২০টি বড় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার আগেও বারবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচিতে কর্ণাটকে ছুটে গিয়েছেন মোদী।
দেখুন টুইট
PM #NarendraModi is likely to address a total of 20 public rallies in a span of 30 days in the poll-bound state of #Karnataka ahead of the Assembly elections scheduled to be held on May 10, a BJP source said.#KarnatakaElection2023
Photo: File pic.twitter.com/zbXIwRoDOr
— IANS (@ians_india) April 4, 2023
মোদীর মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বেশ কয়েকটি জনসভা করতে চলেছেন। পাশপাশি হাইপ্রোফাইল সব কেন্দ্রীয় মন্ত্রীদের দফায় দফায় কর্ণাটকে ভোটের প্রচারে নামাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের হিমন্ত বিশ্বশর্মাকেও প্রচারে নামাতে পারে শাসক দল।