নয়াদিল্লি: আগামী ৬ ফেব্রুয়ারি কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুতে (Bengaluru) ইন্ডিয়া এনার্জি উইকের (India Energy Week) উদ্বোধন (inaugurate) করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। শুক্রবার এই খবরই পাওয়া গেল সূত্র মারফত।
আরও জানা গেছে, ভারতে প্রথম অনুষ্ঠিত হতে চলা এই ধরনের অনুষ্ঠানে সারা বিশ্ব (world) থেকে ৬৫০ জন প্রদর্শক (exhibitors) ও ৩৪ জন মন্ত্রী আসার কথা রয়েছে। আসবেন বিশ্বের তাবড় তাবড় এনার্জি কোম্পানির (energy companies) অনেক চিফ এগজিকিউটিভ অফিসারও (CEO)।
PM Modi to inaugurate India Energy Week in Bengaluru on February 6. It will have more than 650 exhibitors, 34 ministers from across world. It is for the first time India is organising such event, a record number of CEOs from top energy companies participating: Sources
(file pic) pic.twitter.com/SIeaaRTxAz
— ANI (@ANI) February 3, 2023
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খুব বড় একটি শক্তি সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানা গেছে। যে প্রকল্পটিকে বলা হচ্ছে ই২০ (E20)। ২০২৫ সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলেও জানা গেছে। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ প্লাস্টিক পেট বোতলকে (plastic pet bottles) রিসাইকেলিং (recycling) করে জামাকাপড় তৈরি হবে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রীন হাইড্রোজেন মোবিলিটি যাত্রারও (green hydrogen mobility rally) সূচনা করবেন। আরও পড়ুন: SC On BBC Documentary: বিবিসি ডকুমেন্টরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি এপ্রিল মাসে
At India Energy Week, PM to unveil big energy initiatives including acceleration of ethanol blending to 20% under the initiative called E20 by 2025, producing clothes by recycling million of plastic pet bottles. PM to also inaugurate green hydrogen mobility rally: Sources
— ANI (@ANI) February 3, 2023