আহমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) সম্প্রতি সাবরমতি রিভারফ্রন্টে আয়োজিত 'ভাইব্র্যান্ট আহমেদাবাদ ফ্লাওয়ার শো ২০২৪'-এর পরিদর্শন করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) গত বছর ডিসেম্বরে জনতার জন্য 'ভাইব্র্যান্ট আহমেদাবাদ ফ্লাওয়ার শো ২০২৪'-এর উদ্বোধন করেন। ভাইব্র্যান্ট আহমেদাবাদ ফ্লাওয়ার শো পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সেখানকার মূল আকর্ষণ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের 'স্ট্যাচু অফ ইউনিটি'র রেপ্লিকা, নতুন সংসদ ভবন, মোধেরা সূর্য মন্দির, চন্দ্রযান-৩, সাত ঘোড়া আর অলিম্পিকের রেপ্লিকা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগরে ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণের উদ্বোধন করেন। এই মেগা ইভেন্টে তিনি বলেন, বিশ্ব ভারতকে স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে। তিনি আরও যোগ করে বলেন, ভারত জনকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী এবং অন্যান্য দেশের জন্য বিশ্বস্ত মিত্র। India-UAE Friendship: ভারত ও আরব আমিরশাহীর সম্পর্ক ফুটিয়ে তুলতে লাইট শো, গান্ধীনগরের ভিডিয়ো
দেখুন ভিডিও
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi visits the Ahmedabad Flower Show, in the ongoing Vibrant Gujarat Global Summit. pic.twitter.com/xxJH4bqWaQ
— ANI (@ANI) January 10, 2024
এই সম্মেলনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের (Sheikh Mohammed bin Zayed) যোগ দেওয়াকে 'ভারতের জন্য অত্যন্ত আনন্দের বিষয়' বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ভাইব্র্যান্ট গুজরাত সামিটে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিতি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সম্পর্কের উন্নতির প্রতীক।তিনি ভারতকে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতির দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন এবং ভাইব্র্যান্ট গুজরাট শীর্ষ সম্মেলনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন। তিনি ভারতের বন্দর পরিকাঠামোর উন্নয়নে সংযুক্ত আরব আমিরশাহীর সংস্থাগুলির উল্লেখযোগ্য বিনিয়োগের কথা ঘোষণা করেন।
উপরন্তু, সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলি সার্বভৌম তহবিল ব্যবহার করে গিফট সিটিতে অপারেশনের পরিকল্পনা করে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে। ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 'ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট ২০২৪'-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট শুরু হয়।