Narendra Modi (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election 2024)। তার আগে আজ ৫ জানুয়ারি দিল্লিতে(Delhi) একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এ দিন বেলা ১২.৫ নাগাদ প্রায় ১২,২০০ হাজার কোটি টাকার প্রকল্পের সুভ উদ্বোধন করবেন নমো। শুধু তাই নয় তার আগে ১১.১৫ নাগাদ নমো ভারত ট্রেনে চেপে দিল্লির শাহিবাবাদ আরআরটিসি স্টেশন থেকে অশোক নগর আরআরটিসি স্টেশন পর্যন্ত যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দিল্লি মেট্রোর জনকপুরী ও কৃষ্ণ পার্ক লাইনেরও এদিন উদ্বোধন করবেন তিনি।

রবিতে দিল্লিতে ‘দরাজ’ মোদী

এ ছাড়া দিল্লি মেট্রোর রিথালা ও কুণ্ডলীর মধ্যে লাইনের শিলান্যাস করবেন। শুধু তাই নয়, রবিতে রোহিনীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত কেন্দ্রের শিলান্যাসও করবেন মোদী। এ ছাড়া দিল্লির রোহিনীতে এক জনসভায় বক্তব্যও রাখবেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লিতে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলাবিন্যাস করেন মোদী। যার মধ্যে অন্যতম জেলারওয়ালাবাগ ও অশোক বিহারের বস্তিবাসীর জন্য অ্যাপার্টমেন্ট। এদিন দিল্লির অশোক বিহারে ‘স্বাভিমান’ অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন মোদী। এছাড়া সরকারি চাকুরীজীবীদের জন্য সরোজিনী নগরে একটি আবাসনের উদ্বোধন করেন তিনি। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সবমিলিয়ে শুক্রবার ৪ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। দিল্লি নির্বাচনের আগে মোদীর এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 রবিতে দিল্লিতে ১২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদীর