5G Launch In India: ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ভারতে এবার 5G
PM Narendra Modi (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১ অক্টোবর:  দেশে 5G মোবাইল টেলিফোনি পরিষেবা  (5G Launch in India) উদ্বোধন উপলক্ষে শনিবার দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার  প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। আরও পড়ুন-Mukesh Ambani On 5G: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-মেটাভার্সের মতো প্রযুক্তিকে আত্মপ্রকাশের সুযোগ করে দেবে 5G, বললেন মুকেশ আম্বানি

উল্লেখ্য, নতুন দিল্লির প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই দেশে ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দীপাবলি থেকে শহরগুলিতে চালু হয়ে যাবে ফাইভ-জি পরিষেবা। বিশেষজ্ঞদের মতে, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।

ফাইভ-জি পরিষেবায় ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যাবে। ফলে যে কোনও বড় ফাইল, সিনেমা কিংবা গান ডাউনলোড হবে কয়েক মুহূর্তেই। ই-হেলথ, মেটাভার্সের দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবেন ফাইভ-জি ব্যবহারকারীরা