Nitish Kumar and Narendra Modi (Photo Credits: X)

কারাকাট, ৩০ মেঃ বছর শেষেই বিহারে বিধানসভা ভোট। তার আগে ঘন ঘন বিহার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফেব্রুয়ারি এবং এপ্রিলের পর মে শেষে ফের দু দিনের বিহার সফরে মোদী। শুক্রবার কারাকাটের জনসভায় বক্তৃতা রাখেন নমো। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। মঞ্চে অতিথি আসনে পাশাপাশি বসে নরেন্দ্র এবং নীতিশ বার্তালাপ সারেন। এদিকে ভরা জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর নামটাই গুলে মেরে দিলেন। নরেন্দ্র মোদীর নাম ভুলে তাঁকে অটল বিহারী বাজপেয়ী বলে সম্বোধন করে ফেলেন। ভরা সভায় মুখ্যমন্ত্রীর এমন তীক্ষ্ণ ভুল দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। কেন্দ্রে মোদী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান দেওয়ার সময়েই নাম বিভ্রাট ঘটান নীতিশ।

আরও পড়ুনঃ 'প্রাণ যায় যাক কিন্তু প্রতিশ্রুতি নয়', জঙ্গিঘাঁটি ধ্বংসের কথা রেখেছেন, ভোটমুখী বিহারের জনসভায় দাঁড়িয়ে কী বললেন মোদী, দেখুন

নীতিশের নাম বিভ্রাট

প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ীর নাম করার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন জেডিইউ চিফ। মাথা চুলকাতে চুলকাতে বললেন, 'আমি দুঃখিত, অটল বিহারী বাজপেয়ী তো আগে কাজ করেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের জন্যে উন্নয়নমূলক কাজ করছেন। সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে প্রণাম করুণ'।

মোদীকে বাজপেয়ী বলে সম্বোধন নীতিশের